শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ১১ আসনে মনোনয়ন প্রত্যাশী সওগাতুল আনোয়ার

রবিবার, অক্টোবর ১, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রেইনবো কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সওগাতুল আনোয়ার খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ইসহাক, উপদেষ্টা মো. আলী, মো. এনামুল হক মুনিরী, মো. হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. জাহেদ হাসান নীলু, সহ-সভাপতি মুনসুর নাদিম, মো. আলী, মো. মহসিন, এসএম নাসির ,আবু তালেব, মো. সেলিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম শীল, মো. আজাদ হোসেন রাসেল, জাহাঙ্গীর আলম সুজন, মো. ইদ্রিস, দপ্তর সম্পাদক মো. সেলিম, যুব ও ক্রীড়া সম্পাদক মো. বেলাল, সমাজ কল্যাণ সম্পাদক মো. দেলোয়ার, মহিলা বিষয়ক সম্পাদক মো. আয়েশা, সমির মহাজন লিটন, কামরুন নাহার বেবী, স্বপ্না বেগম, নাসিমা বেগম, মো. হানিফ, ইফতেখার জিসান, ফারহানা রুশনি।

সভায় সওগাতুল আনোয়ার খান বলেন, ‘টুঙ্গিপাড়া যাত্রা পরবর্তী পর্যালোচনার পাশাপাশি আমরা বর্তমান সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড লিফলেট বিতরণের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। আগামী জাতীয় সাংসদ নির্বাচনে আমি চট্টগ্রাম ১১ আসনের মনোনয়ন প্রত্যাশী।’