রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

আগামী সপ্তাহে ইউক্রেনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান

শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এম-১ আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছবে। এসব অস্ত্র রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ধীর গতিতে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভের বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

বাইডেন হোয়াইট হাউসে বলেছেন, ‘আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেনে সরবরাহ করা হবে।’ এ সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেনের পাশে দাঁড়িয়ে ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রে জেলেনস্কির এটি দ্বিতীয় সফর।