রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইসরাইলের জাহাজে ড্রোন হামলা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩

প্রিন্ট করুন

ভারত: আরব সাগরের ভারতীয় উপকূলে ইসরাইলের একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে, এ হামলা চালিয়েছে ইরান। অন্য দিকে, ইসরাইলও মনে করছে, জাহাজে সরাসরি ইরান থেকে হামলা চালানো হয়েছে। যদিও হামলা কারা করেছে, তা এখনও নিশ্চিত নয়। খবর এনডিটিভির।

জাহাজটি হামলার বিষয়ে এখনো কোন পক্ষ দায় স্বীকার করেনি। হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার পর এবার ভারত মহাসাগরেও হামলার ঘটনা ঘটল।

ভারতের স্থানীয় সময় শনিবার (২৩ ডিসেম্বর) সকাল দশটায় ড্রোন হামলাটি চালানো হয়। জাপানের মালিকানাধীন রাসায়নিক ট্যাঙ্কারটিতে হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক পণ্য পরিবহনের ওই ট্যাঙ্কারটির সাথে ইসরাইলের সম্পর্ক আছে বলে জানিয়েছে সমুদ্রপথে নিরাপত্তা প্রদানকারী ফার্ম অ্যামব্রে।

হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদফতরের বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান।’

ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম বারের মত কোন হামলার পেছনে ইরানকে সরাসরি দায়ী করল যুক্তরাষ্ট্র।

হামলার ব্যাপারে মুখ খুলেছে ইসরাইলও। শনিবার (২৩ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলের বিশ্বাস ভারত মহাসাগরের জাহাজে সরাসরি ইরান থেকে হামলা চালানো হয়েছে।’

বিবিসি জানায়, ভারতের পশ্চিমের রাজ্য গুজরাট উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। হামলা পর বিস্ফোরণে জাহাজে আগুন ধরে গিয়েছিল। আগুনে জাহাজের কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও সেটিতে থাকা প্রায় ২০ জন ক্রুর সকলে অক্ষত আছেন।

এ দিকে, ইরানের সংবাদ মাধ্যমের বরাতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় অপরাধ অব্যাহত রাখলে তারা ভূমধ্যসাগর বন্ধ করে দেবে। তবে, দলটি কীভাবে বা কী ধরনের পদক্ষেপ নেয়া হবে তার কোন ব্যাখ্যা দেয়নি।