সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

ইসলামী ব্যাংক বাংলাদেশের খেলাপি ঋণের অর্ধেকই এস আলম গ্রুপের পেটে

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ৭৫ হাজার কোটি টাকা। এর মধ্যে অর্ধেক খেলাপিই এস আলম গ্রুপের বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ওবায়েদ উল্লাহ বলেন, ‘এস আলম গ্রুপ বড় অঙ্কের টাকা ইসলামী ব্যাংক থেকে বের করে নিয়ে গেছে। ব্যাংকের এক লাখ ৭৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণের মধ্যে এস আলম গ্রুপের পেটে গেছে অর্ধেকের বেশি।’

এখন থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশের সোনালী অতীত ফিরিয়ে আনতে সর্বাত্মক কাজ করা হবে বলেও জানান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যাগুলো শনাক্ত করা হয়েছে। শুধু তাই নয়, আগামী ডিসেম্বরের মধ্যে ঘুরে দাঁড়াতে ও এগিয়ে চলতে ইতিমধ্যে শুরু হয়েছে পরিকল্পনা অনুযায়ী কাজ।’

তিনি আরো বলেন, ‘ব্যাংকের অধপতনের পেছনে অনেকটাই দায় রয়েছে মানবসম্পদ আর প্রকিউরমেন্ট বিভাগের। এতে গ্রাহক, প্রবাসী, শেয়ার হোল্ডার ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতা প্রকট হয়েছে। তবে, ২০২৭ সালের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে। আর এগিয়ে চলা শুরু করবে ২০২৯ সাল নাগাদ।’