বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কমিউনিটি অপ-এড: ‘মানি ইন ইওর পকেট’ শহরবাসীকে প্রয়োজনীয় সমর্থন দেবে

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪

প্রিন্ট করুন
এরিক অ্যাডামস্

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক সিটিতে শ্রমজীবী মানুষের জন্য সাশ্রয়ী দামে আবাসন, শিশু যত্ন, স্বাস্থ্যসেবা, ট্রানজিট ও আরো বহু কিছুর ব্যয় বহন করতে সহায়তামূলক বহু সংস্থান বা প্রোগ্রাম রয়েছে। তবে, অনেকেই এসব সুবিধামূলক প্রোগ্রামগুলির সন্ধান সম্পর্কে অবগত নয় কিংবা বলা যায় তারা জানে না, আসলে কীভাবে এ সহায়তাগুলো পেতে পারে। আর এ কারণেই শহরবাসীকে প্রয়োজনীয় সমর্থন দিতে ও প্রাপ্য সুযোগগুলো পেতে নিশ্চিত করতে অ্যাডামস্ প্রশাসন ‘মানি ইন ইওর পকেট’ উদ্যোগটি নিয়েছে। এ নয়া আউটরিচ উদ্যোগের সাহায্যে পাঁচটি বরোর বাসিন্দারা ৭০টিরও বেশি স্থানীয়, স্টেট ও ফেডারেল উদ্যোগগুলোর সন্ধান করতে ও শিখতে সক্ষম হবে, যা নিউ ইয়র্কবাসীর জীবনকে আরো সাশ্রয়ী, ন্যায়সঙ্গত ও বাসযোগ্য করে তুলতে পারে৷

এ উদ্যোগটি নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের পাবলিক এনগেজমেন্ট ইউনিটের নেতৃত্বে রয়েছে। সিটির কর্মীরা ও প্রশিক্ষিত শিক্ষার্থীরা শহর জুড়ে অনুন্নত এলাকাগুলো পরিদর্শন করবে ও নিউ ইয়র্কবাসীকে তাদের যোগ্য সুবিধাগুলো খুঁজে পেতে সাহায্য করবে। এ সুবিধার মধ্যে রয়েছে আর্নড ইনকাম ট্যাক্সট ক্রেডিট- যা কর্মরত ব্যক্তিদের তাদের পকেটে অর্থ ফেরত দিয়ে গ্রোসারি, ভাড়া ও অন্যান্য খরচের জন্য অর্থ দিতে সহায়তা করে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট- যা পরিবারগুলোকে স্কুল সরবরাহ ও জামাকাপড়ের মত দৈনন্দিন ব্যয়গুলো বহন করতে সহায়তা করবে। দ্য ফেয়ার ফেয়ারস্ প্রোগ্রাম- যা যুবক, প্রবীণ ও নিম্ন আয়ের লোকদের জন্য ট্রানজিট ভাড়ার ব্যয় কমিয়ে আনবে এবং রেন্ট ফ্রিজ প্রোগ্রাম- যা সিনিয়রদের ভাড়া না বাড়িয়ে স্থিতিশীল উপায়ে বাড়িতে থাকতে সহায়তা করবে।

গেল শুক্রবার (৩০ আগস্ট) কমিউনিটি অপ-এডে এরিক অ্যাডামস্ বলেন, ‘যদিও এ প্রোগ্রামগুলো পরিবারের ব্যয় কমিতে আনে, কিন্তু বহু নিউ ইয়র্কবাসী কখনো দুইটা চাকরি করতে গিয়ে কিংবা পরিবারকে সমর্থন করার চেষ্টায় ব্যস্ততার কারণে সেগুলো সম্পর্কে অবগত নন বা সিস্টেম সম্পর্কে জানার জন্য সময় বের করতে পারেন না।’

অ্যাডামস্ আরো বলেন, ‘আমি একজন একক মা দ্বারা বড় হয়েছি এবং দেখেছি, তিনি আমাদের পরিবারের জন্য একাধিক কাজ করেছেন। আমার মনে পড়ে, আমার মা আশা নিয়ে সরকারি অফিসে ঢুকতেন, কিন্তু ভাঙ্গা হৃদয় নিয়ে তিনি বের হতেন। এভাবে গভর্নমেন্টের কাজ করা উচিত নয়। আমাদের অবশ্যই জনগণের উন্নতির জন্য কাজ করতে হবে, তাদের জন্য উন্মুক্ত থাকতে হবে এবং লড়াই করে টিকে থাকা মানুষগুলোর জীবন আরো কঠিন করার বদলে সহজ করে তোলতে হবে।’

অফিসের দায়িত্ব নেয়ার পর থেকেই অ্যাডামস্ প্রশাসন সব সরকারী স্তরে উদ্যোগের সৃষ্টি, পরিচালনা ও সহায়তার মাধ্যমে নিউ ইয়র্কবাসীর জন্য কার্যকরভাবে প্রায় ৩০ বিলিয়ন ডলার বাঁচাতে সাহায্য করেছে। এর মধ্যে রয়েছে পাঁচ লাখ নিউ ইয়র্কবাসীর জন্য চিকিৎসা ঋণ অপসারণ করা, যার সঞ্চয় আনুমানিক এক দশমিক আট বিলিয়ন ডলার। আর্নড ইনকাম ক্রেডিটের মাধ্যমে পরিবার ও শ্রমিক শ্রেণীর বাসিন্দাদের ৩৪৫ মিলিয়ন ডলার সঞ্চয় করা ও বিগ অ্যাপল কানেক্টের মাধ্যমে নিউ ইয়র্কবাসীর পাবলিক হাউজিংয়ে বিনামূল্যে উচ্চ-গতির ইন্টারনেট ও বেসিক টিভিতে অ্যাক্সেস দেয়া।

এরিক অ্যাডামস্ বলেন, ‘আমাদের ‘মানি ইন ইওর পকেটে’ প্রোগ্রাম কৃতিত্বের এ ট্র্যাক রেকর্ড গড়ে তুলবে ও কঠোর পরিশ্রমী নিউ ইয়র্ক সিটির পরিবারকে আরো সুযোগ সুবিধা দেবে। নিউ ইয়র্কবাসী; যাদের সহায়তা ও উত্তরের প্রয়োজন আছে, আমি তাদেরকে nyc.gov/moneyinyourpocket-এ যাওয়ার জন্য অনুরোধ করছি। এ সাইটে তারা সুবিধা পেতে যোগ্য হতে পারে- এমন অসংখ্য তথ্য ও সারসংক্ষেপ খুঁজে পাবেন। আমরা বিশ্বাস করি, সব নিউ ইয়র্কবাসীর সুযোগ ও সমৃদ্ধির সমান অ্যাক্সেস থাকা উচিত।’