শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় বড় জয় পেয়ে ট্রাম্পের আরো কাছে কমলা; ট্রাম্প ২৩০, কমলা ২০৫

বুধবার, নভেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। পেয়েছেন ৫৪টি ইলেক্টোরাল ভোট। আর এর মধ্য দিয়ে ট্রাম্পের কাছাকাছি এগিয়ে গেলেন তিনি। সংবাদ এপির।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এর পূর্বে যুক্তরাষ্ট্রের সিনেটর ও অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন কমলা হ্যারিস। যার ফলে এ অঙ্গরাজ্যে যে ডেমোক্র্যাট প্রার্থীই জয় পাবে তা মোটামুটি নিশ্চিত ছিল।

১৯৮৮ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এ অঙ্গরাজ্যটিতে কোন রিপাবলিকান প্রার্থী জয় পাননি। যার ফলে ২০০০ সালের পর থেকে ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেনি রিপাবলিকানরা।

এই অঙ্গরাজ্যে নিবন্ধিত ডেমোক্র্যাটরা রিপাবালিকানদের চেয়ে এগিয়ে আছেন এবং অঙ্গরাজ্যব্যাপী কার্যলয় রয়েছে ডেমোক্রেটিক দলের। এছাড়া আইনসভা ও কংগ্রেসের প্রতিনিধি দলেও আধিপত্য বিস্তার করে ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে অঙ্গরাজ্যগুলো থেকে ফলাফল আসতে শুরু করেছে। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩০ ও ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২০৫ ইলেক্টোরাল ভোট।