সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

গাজায় যুদ্ধবিরতির নয়া প্রস্তাব সমর্থন করেছেন নেতানিয়াহু

মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪

প্রিন্ট করুন
এন্টনি ব্লিংকেন

জেরুজালেম, ফিলিস্তিন/ইসরায়েল: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির নয়া প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল।’ সোমবার (১৯ আগস্ট) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর তেল আবিবে সংবাদ সম্মেলনে ব্লিংকেন এ কথা বলেন। সংবাদ সিনহুয়ার।

অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের উত্থাপিত নয়া যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদন করেছে। এ সপ্তাহের শেষ কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসের কাছে প্রস্তাবটি উপস্থাপন করেন।’

হামাসের কাছে প্রস্তাবটি উপস্থাপন করে ব্লিংকেন তা অনুমোদনের আহ্বান জানান। পাশাপাশি, গাজাবাসীয় দুর্ভোগ মোকাবেলার গুরুত্বের ওপর জোর দেন তিনি। হামাসের হাতে জিম্মিদের মুক্তি দেয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

ইসরায়েলের জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি নিশ্চিত করার চলমান প্রচেষ্টার মধ্যে আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মিশর ও কাতারে যাওয়ার পূর্বে ইসরায়েল সফর করেন ব্লিঙ্কেন।

পরে ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলনে একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন নেতানিয়াহু, যাতে ব্লিঙ্কেনের সাথে তার বৈঠককে ‘ভাল ও গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন তিনি। তবে, যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়ার ব্যাপারটি স্পষ্ট করেননি তিনি।

নেতানিয়াহু বলেন, ‘জিম্মিদের মুক্তির যৌথ প্রচেষ্টার মধ্যে যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা চাহিদার প্রতি বোঝাপড়া দেখিয়েছে।’

এর পূর্বে, নয়া প্রস্তাবটি প্রত্যাখ্যান করে হামাস দাবি করে যে, এটি ইসরায়েলের দাবিগুলোর সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ।