লাসভেগাস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, ‘রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন হেলেন ও মিল্টন নিয়ে রাজনীতি করছেন। ট্রাম্প মারাত্মক ঘূর্ণিঝড় দুইটিকে নিজের রাজনৈতিক ফায়দা লোটার কাজে ব্যবহারের চেষ্টা করছেন।’ সংবাদ দ্য গার্ডিয়ান, বিবিসির।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে লাসভেগাসে ইউনিভিশন টাউন হলে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
অন্য দিকে, একই দিন ডেট্রইট ইকোনমিক ক্লাবে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, বর্তমান ডেমোক্রেটিক সরকার হারিকেন মোকাবেলায় যথেষ্ট মাত্রায় সাড়া দেয়নি।’
বিশেষ করে হারিকেন হেলেনের আঘাতের পর নর্থ ক্যারোলিনায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রে কিছু দিনের ব্যবধানে আঘাত হেনেছে হারিকেন হেলেন ও হারিকেন মিল্টন। দুইটি হারিকেনেই অনেক মানুষের প্রাণহানিসহ ঘটেছে ব্যাপক ক্ষয়ক্ষতি। আর এ হারিকেনের ঘটনা দুইটি দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা ও ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
হারিকেন হেলেন ও মিল্টন মোকাবেলা নিয়ে কেন্দ্রীয় সরকারের তৎপরতা নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ করেছেন দুই প্রার্থী।
বুধবার (৯ অক্টোবর) ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন মিল্টনের তাণ্ডবে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর সংবাদ মিলেছে। ২০ লাখ বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান এখন বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। অন্য দিকে, গেল সেপ্টেম্বরের শেষের দিকে ফ্লোরিডাসহ ছয়টি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় হারিকেন হেলেন।
হারিকেনটির তাণ্ডবে দুই শতাধিক মানুষের মৃত্যুর সংবাদ মিলেছে।