শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম সিটিতে অষ্টম বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা শুরু

মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে হালিশহর আবাহনী মাঠে অষ্টম বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার মঙ্গলবার (১২ ডিসেম্বর) উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। বিশেষ অতিথি ছিলেন সিএমসিসিআইয়ের সহ-সভাপতি এমএ মালেক। সভাপতিত্ব করেন সিএমসিসিআইয়ের সভাপতি খলিলুর রহমান। উপস্থিত ছিলেন বিআইটিইএফ-২০২৩ এর আহ্বায়ক এম আবদুস সালাম, সহ সভাপতি এএম মাহবুব চৌধুরী, সহ-সভাপতি (ফরেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট) ডব্লিউআরআই মাহমুদ রাসেল, পরিচালক জাহাঙ্গীর চৌধুরী, এম সোলায়মান ও অজিত কুমার দাশ, বিএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত।

উদ্বোধনী অনুষ্ঠান এম আবদুস সালাম মেলার নানা দিক নিয়ে আলোচনা করেন।

খলিলুর রহমান মেলায় আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে মেলা চলাকালীন সহযোগিতা করার আহ্বান জানান।

এমএ মালেক মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে মুক্তিযুদ্ধে তার পরিবারের অংশগ্রহণসহ নানা ঘটনার উল্লেখ করেন।

ডব্লিউআরআই মাহমুদ রাসেল আগামীতে সিএমসিসিআই কর্তৃক আয়োজিত বাণিজ্য মেলায় বিদেশী স্টল ও প্যাভিলিয়ন অংশগ্রহণে সবার সহযোগিতা কামনা করেন এবং মেলায় কিছু বিদেশী স্টল অংশ নেবে বলেও সবাইকে আশ্বাস দেন।

দেশ ব্যবসায়-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং কেউ যেন এ স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করতে না পারে, সেই জন্য ব্যবসায়ীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান কৃষ্ণপদ রায়। মেলা যেন সুন্দর ও সুষ্ঠভাবে চলতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে।