সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

চাঁদপুরে চাঁদাবাজি করতে গিয়ে সংঘর্ষে জড়াল বিএনপির দুই গ্রুপ, আহত ৫০

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

প্রিন্ট করুন

চাঁদপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর জেলার পুরাণবাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বৌবাজার এলাকায় কয়েক ঘন্টা এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। ব্যাপারটি মীমাংসার কথা থাকলেও শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ভাংচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে আহতদের মধ্যে ৩৫ জন চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের দাবি, চাঁদাবাজিতে বাধা দেয়ায় স্থানীয় বিএনপির নেতা রব মিজি, রানা মিজি, শফিক মিজির নেতৃত্বে দুই শতাধিক মানুষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর আচমকা হামলা চালিয়েছে। অনেককে বেদম পিটিয়ে ও এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে।

সংঘর্ষে আহত চাঁদপুর পৌর দুই নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম খান দাবি করে বলেন, স্থানীয় রব মিজি ও তার পুত্র রানা এক নিরীহ ব্যক্তির কাছ থেকে চাঁদা চেয়ে তাকে মারধর করে। এ সময় এলাকার এক যুবক বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এলাকার গন্যমান্যরা ব্যাপারটি সমাধানের আশ্বাস দেন। এরই মধ্যে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রব মিজি ও তার সহযোগি বহিরাগতদের সহায়তায় অস্ত্রসস্ত্র নিয়ে এসে আমাদের এলাকার দোকানপাটে ব্যাপক ভাংচুর করে। এ সময় বাধা দিতে গেলে আমাদের নারী ও পুরুষসহ প্রায় ৫০ জনকে মারধর ও কুপিয়ে জখম করে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরাণবাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’