শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ছাত্রলীগের বিচারের দাবিতে চবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

রবিবার, নভেম্বর ১০, ২০২৪

প্রিন্ট করুন

হাটহাজারী, চট্টগ্রাম: আওয়ামী শাসনামলে গেল ১৬ বছরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা, মারধর ও চাঁদাবাজিতে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

সমাবেশে আলাউদ্দীন মহসিন বলেন, ‘বিগত ১৫ বছর ধরে দেশের শিক্ষাঙ্গন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও স্বৈরাচারী শাসনের দ্বারা কলুষিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর হামলা ও নির্যাতন চালিয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করা হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা সব অপরাধীর গ্রেফতার ও বিচার দাবি করছি।’

আব্দুল্লাহ্ আল নোমান বলেন, ‘পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফের মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা ছাত্র-জনতাকে নিয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত আছি। আমরা শহিদের রক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে কোন মূল্যেই স্বৈরাচারী গণহত্যাকারীদের প্রতিহত করব। এ দেশে আর যেন কখনো এ স্বৈরাচারী শক্তির উত্থান না হতে পারে আমরা সজাগ আছি। সময়ের ডাকে ছাত্রদল সব সময়ই সাড়া দিবে।’

মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন বিভাগ, হল ও ফ্যাকাল্টির নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশ শেষে শহিদ মিনার থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অতিক্রম করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।