সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

জনমত জরিপে ছয় শতাংশ ভোটে এগিয়ে কমলা হ্যারিস

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

প্রিন্ট করুন
ডোনাল ট্রাম্প ও কমলা হ্যারিস

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: রিপাবলিকান প্রার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস প্রথম বারের মত টেলিভিশন বিতর্কে অংশ নেন গেল ১০ সেপ্টেম্বর। সেই বিতর্কের পর প্রথম জনমত জরিপের ফল সামনে এসেছে। তাতে দেখা গেছে, কমলা হ্যারিসের ঝুলিতে গেছে ৫২ শতাংশ ভোট, আর ট্রাম্প পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। অবশ্য বিতর্কের পূর্বে করা জনমত জরিপেও একই ব্যবধানে এগিয়ে ছিলেন কমলা। সংবাদ এবিসি নিউজের।

১১-১৩ সেপ্টেম্বর অনলাইনে এ জরিপ চালানো হয়। জরিপের ফল বলছে, ‘ট্রাম্পকে ভোট দেবেন, নাকি কমলাকে, সেই সিদ্ধান্ত এখনো দুই শতাংশ ভোটার নিতে পারেননি।’

বিতর্কের ঠিক পূর্বে আগস্টের শেষ দিকে আরেকটি জনমত জরিপের ফল সামনে আসে। দুই সমীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বিতর্কে ট্রাম্পের চেয়ে কমলা দৃশ্যত ভাল করলেও ভোটারদের মনে তার বিশেষ প্রভাব পড়েনি। দুইজনের মধ্যে ভোটের ব্যবধান একই আছে (ছয় শতাংশ)।

সর্বশেষ জরিপ বলছে, ‘যারা রিপাবলিকান বা ডেমোক্র্যাট, কোন দলেরই রেজিস্টার্ড ভোটার নন, তাদের সমর্থন কমলার প্রতিই বেশি। তাদের কাছ থেকে কমলা পেয়েছেন ৫৩ শতাংশ ভোট, আর ট্রাম্প ৪৪ শতাংশ। মেয়েদের বেশি ভোট গেছে কমলার দিকে। তিনি পেয়েছেন ৫৫ শতাংশ ভোট, আর ট্রাম্প পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। পুরুষ ভোটারদের ক্ষেত্রে দুইজনেই পেয়েছেন ৪৯ শতাংশ ভোট।

কম বয়সি ভোটারদের ক্ষেত্রে দেখা গেছে, কমলার জনপ্রিয়তা বহু বেশি। ত্রিশের নীচে বয়স যে ভোটদাতাদের, তাদের মধ্যে ৫৯ শতাংশ কমলাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন ৪০ শতাংশ। এ পার্থক্য আরো বেড়ে যায়, কমবয়সি নারী ভোটারদের ক্ষেত্রে। ত্রিশের নীচে ৬৮ শতাংশ নারী ভোটার কমলাকে বেছে নিয়েছেন, আর ট্রাম্প পাচ্ছেন মাত্র ৩০ শতাংশ।