শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে যুক্তরাষ্ট জাতীয় পার্টির বিক্ষোভ

রবিবার, নভেম্বর ১০, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখা। সোমবার (৪ নভেম্বর) জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি নোহাম্মদ এ বার ভূঁইয়া ও সভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল। যুগ্ম প্রচার সম্পাদক রুহেল আহমদ কুরআন থেকে তেলাওয়াত করেন।

সভায় বক্তব্য দেন উপদেষ্টা সহিদুর রহমান, সৈয়দ শওকত আলী, তোফায়েল চৌধুরী, সহসভাপতি নূর ইসলাম বর্ষণ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কেন্দ্রীয় সদস্য গোলাম কাদের, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, দপ্তর সম্পাদক শক্তি দাস গুপ্তা, যুগ্ম সম্পাদক রুবেল আহমদ, খুলনা জাতীয় পার্টির নেতা শেখ নাসির উদ্দিন, ইউনুস আলী, উত্তম কুমার ডাকুয়া।

সভায় বক্তারা বলেন, ‘৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যখন রাজনৈতিক দল মত নির্বিশেষে ছাত্র-জনতা, বাংলাদেশ সেনাবাহিনী সবার যৌথ প্রচেষ্টায়, সকলের সহযোগীতায় গঠনকৃত অন্তর্বর্তী সরকার সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন এই জগন্য ন্যাক্কারজনক অগ্নি সংযোগ কোনভাবেই কাম্য হতে পারে না।’

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে সুষ্টু তদন্তপূর্বক দুষ্কৃতকারীদের গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান তারা।