শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জ্যামাইকায় ডাকাতের গুলিতে বিদ্ধ পুলিশের কর্মকর্তা, সন্দেহভাজন নিহত

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

প্রিন্ট করুন

কুইন্স, নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনা পুলিশের গুলিতে সন্দেহভাজন মারা গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জ্যামাইকার ১৬৪-০১ হিলসাইড এভিউতে অবস্থিত বোডেগা ভিলেজ মার্কেট গ্রোসারিতে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, ৫৭ বছর বয়সী গ্যারি ওয়ার্থি নামে একজন সন্দেহভাজন টাকা দাবি করে, শ্রমিক ও গ্রাহকদের হুমকি দেয় এবং কালো রিভলবার থেকে গুলি চালায়।

গ্রাহকরা ঘটনাস্থলে সাড়া দিয়ে পুলিশকে জানায় যে, সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছে।

দোকানের কেরানি জানান, সন্দেহভাজন ব্যক্তি সিগারেটের প্যাকেট চেয়েছিল, তখন সে দিনের জন্য দোকান বন্ধ হয়ে গিয়েছিল।

কেরানি লোকটির জন্য ফের খুললেন, যিনি তারপর একটি বন্দুক বের করে নগদ টাকা ও সিগারেট দাবি করলেন।

ডাকাতির শিকার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, ‘সে আমাকে বলল, সব টাকা দাও এবং সব সিগারেট দাও।’

পুলিশ জানিয়েছে, কেরানি তা মেনে চলেছিল। কিন্তু, সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার পূর্বে দোকানের ভিতরে এক রাউন্ড গুলি ছেড়ে দেয়।

‘আল্লাহকে ধন্যবাদ আমি এখনো বেঁচে আছি।’ আবদুল্লাহ বললেন। ‘আমি এটাই ভাবছি। আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করি না, শুধু খুশি যে আমি বেঁচে আছি। ঈশ্বরকে ধন্যবাদ।’

অফিসাররা বুঝতে পেরেছিল যে, সন্দেহভাজন আগের ডাকাতির বর্ণনার সাথে মানানসই ও সন্দেহভাজন ব্যক্তির মুখোমুখি হয়েছিল।

অফিসাররা সন্দেহভাজন ব্যক্তিকে থামতে বলেছিল। কিন্তু সন্দেহভাজন অফিসারদের কাছ থেকে পালিয়ে যায় এবং তার অবৈধ অস্ত্র বের করে এবং গুলি চালায়, একজন অফিসারকে উরুতে আঘাত করে।

অফিসার পাল্টা গুলি চালায় এবং সন্দেহভাজন ব্যক্তির মুখে আঘাত করে তাকে হত্যা করে।

বন্দুকযুদ্ধের সময়, একজন ২৬ বছর বয়সী মহিলাও আঘাত পেয়েছিলেন।

আহত অফিসারের সঙ্গী তাকে তার পুলিশ ক্রুজারে নিয়ে যায়।

এনওয়াইপিডির কমিশনার থমাস ডনলন কর্তৃক অফিসার ওং হিসাবে চিহ্নিত এ অফিসার এবং বাইস্ট্যান্ডারকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

পুলিশের মতে, তিনি স্থিতিশীল অবস্থায় আছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে হাসপাতালের কর্মকর্তা ও পথচারীর সাথে দেখা করেন।