বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

দুপুরে দেশে আসছেন ইউনূস, রাতে শপথ গ্রহণ

বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪

প্রিন্ট করুন
মুহাম্মদ ইউনূস

ঢাকা: অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দুইটা দশ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় পৌঁছানোর পর রাতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিবেন।

বুধবার (৭ আগস্ট) সেনাসদরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এক প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, ‘শপথ অনুষ্ঠানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার। সেটি অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায়। কারণ, মুহাম্মদ ইউনূস দুইটা দশ মিনিটের দিকে দেশে আসবেন। এর পরপরই আয়োজন করা কঠিন। এ জন্য রাত আটটার দিকে আয়োজন করতে পারি। মোট ৪০০ জন লোকের আয়োজন থাকবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার ধারণা আপাতত ১৫ জনের মত হতে পারে। তারপরও দুয়েকজন যোগ হতে পারে।’

সেনাপ্রধান আরো বলেন, ‘মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী।’