সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

দেশে ফিরেই বিমানবন্দরে আটক প্রাক্তন সাংসদ সুলতান মনসুর

সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪

প্রিন্ট করুন
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ

ঢাকা: কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন প্রাক্তন সাংসদ ও ডাকসুর প্রাক্তন ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে।’

তার বিরুদ্ধে কোথায় কী অভিযোগ আছে, তা যাচাই-বাছাই করা হবে বলেও জানান রেজাউল করিম মল্লিক।

জানা গেছে , যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন সুলতান মনসুর। দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি পুলিশের হাতে আটক হন তিনি।