বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা

মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (৬ আগস্ট) দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন।

রাষ্ট্র প্রধানের সঙ্গে সোমবার (৫ আগস্ট) তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে।

এ ছাড়াও গেল ১ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু হয়েছে। এরমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।