শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নভেম্বর ২০২৪ আর্থিক পরিকল্পনা: কর্মজীবী নিউইয়র্কবাসীর অগ্রাধিকার, নিরাপত্তা ও সাশ্রয়ের প্রতিশ্রুতি

বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: চলতি মাসের গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ‍্যাডামস্ বিনিয়োগের আপডেট দিয়েছেন, যা নিউইয়র্কবাসীর জননিরাপত্তা, নির্ভরযোগ্য সুবিধাগুরে এবং আট দশমিক তিন মিলিয়ন বাসিন্দার জীবনযাত্রার মান উন্নত করবে। নভেম্বর ২০২৪ আর্থিক পরিকল্পনা আপডেটের মাধ্যমে আগামী অক্টোবরের মধ্যে দুইটি নতুন পুলিশ ব্যাচের মাধ্যমে শহরে আরো এক হাজার ৬০০ পুলিশ অফিসার যুক্ত হতে যাচ্ছে। এর ফলে, ইউনিফর্ম ফোর্স প্রায় ৩৪ হাজার অফিসারে উন্নীত হবে, যা শহরের সম্প্রদায়গুলোর নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অ‍্যাডামস্।

নিউইয়র্ক সিটিকে আরো নিরাপদ, সাশ্রয়ী ও বাসযোগ্য করার জন্য দায়িত্বের শুরু থেকেই কাজ করে যাচ্ছেন মেয়ের এরিক অ‍্যাডামস্।

সোমবার (২৫ নভেম্বর) কমিউনিটি অপ:এড-এ তিনি বলেন, ‘শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে- গেল দুই আর্থিক বছরে প্রায় ৯০০ মিলিয়ন ডলার করদাতার অর্থ সাশ্রয় করেছি আমরা। এর ফলে, আমরা নভেম্বর ২০২৪ আর্থিক পরিকল্পনা আপডেট দিতে সক্ষম হয়েছি। যেহেতু আমরা শুরুতেই বুদ্ধিদীপ্ত ও কঠোর বাজেট সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই আমরা শ্রমজীবী নিউ ইয়র্কবাসী ও তাদের পরিবারগুলিতে বিনিয়োগ চালিয়ে যেতে সক্ষম হয়েছি। আমরা অস্থায়ী ফেডারেল স্টিমিউলাস ফান্ড দ্বারা সমর্থিত সমালোচনামূলক প্রোগ্রামগুলিকে তহবিল দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি।’

এরিক অ্যাডামস্ আরো বলেন, ‘আমাদের প্রশাসন পাঁচটি বরোজুড়ে অপরাধ ও বিশৃঙ্খলা দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। জননিরাপত্তার পক্ষে আমরা দৃঢ় ও নিশ্চিত করছি যে, আমাদের পরিবার ও সন্তানরা নিরাপদ বোধ করবে এবং বাস্তবে নিরাপদ থাকবে। তাই, আমরা অতিরিক্ত পুলিশ অফিসার নিযুক্ত করছি।’

গেল সপ্তাহে জেসিকা টিশকে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। এ নিয়ে অ‍্যাডামস্ বলেন, ‘আমাদের পুলিশ কর্মকর্তারা প্রতিদিন আমাদের সুরক্ষিত রাখতে কাজ করেন এবং তাদের এমন একজন নেতার প্রয়োজন, যিনি প্রতিটি মুহূর্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিবেদিত। এ কারণেই, গেল সপ্তাহে আমি জেসিকা টিশকে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছি। কমিশনার টিশ এনওয়াইপিডিতে ১২ বছরের অভিজ্ঞ এবং সিটি গভর্নমেন্টে ১৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন পেশাদার, যিনি তার পেশাগত জীবন নিউইয়র্ক সিটির মানুষের সেবায় উৎসর্গ করেছেন। সম্প্রতি, তিনি স্যানিটেশন বিভাগের কমিশনার হিসেবে কাজ করেছেন এবং শহরের ‘ট্র্যাশ রেভলিউশন’-এর নেতৃত্ব দিয়েছেন। তিনি কনটেইনারাইজেশন প্রোগ্রাম ও সার্বজনীন কার্বসাইড কম্পোস্টিং সার্ভিস চালু করে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছেন। স্যানিটেশন কমিশনার হিসেবে তিনি আমাদের রাস্তাগুলোকে শারীরিকভাবে পরিচ্ছন্ন করেছেন এবং এখন পুলিশ কমিশনার হিসেবে তিনি প্রতীকী অর্থে সিটিকে অপরাধমুক্ত করবেন। এ মুহূর্তে তিনি সঠিক নেতা এবং তার নেতৃত্ব নিশ্চিত করবে যে, নিউইয়র্ক সিটি আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর হিসেবে অবস্থান বজায় রাখবে।’

নভেম্বরের এ পরিকল্পনায় বেলভিউ আউটপোস্ট থেরাপিউটিক হাউজিং ইউনিটে জাস্টিস-সম্পর্কিত গুরুতর স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও কর্মীবাহিনীর চাহিদা পূরণে অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়া, নিউইয়র্ক সিটি শেরিফের ইলেকট্রনিক অ্যাঙ্কল মনিটরিং প্রোগ্রামের জন্য ৫১টি নতুন পদের অর্থায়নের মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুনরাবৃত্ত অপরাধ কমাতে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশনে বিভিন্ন কর্মসূচির জন্য অতিরিক্ত অর্থ দেয়া হয়েছে।

এরিক অ‍্যাডামস্ বলেন, ‘নিউইয়র্কবাসী প্রতিদিন কঠোর পরিশ্রম করে তাদের ও তাদের পরিবারের জীবনযাত্রা বজায় রাখেন। তারা শুধু একটি নিরাপদ শহরই নয়, তাদের প্রাপ্য ন্যায্য সুযোগ ও সমান অধিকার পাওয়ার দাবিদার। এ নভেম্বর পরিকল্পনার মাধ্যমে আমরা তাদের সেই সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ পরিকল্পনা কর্মজীবী নিউইয়র্কারদের আবাসন, খাবার এবং বিলের মত প্রয়োজনীয় খরচ পূরণে সহায়তা করবে। ক‍্যাশ এসিস্টন্ট প্রোগ্রামে ৪৬৭ মিলিয়ন ডলার এবং সিটি এফএইচইপিএস রেন্টান এসিস্টেন্ট প্রোগ্রামে ১১৫ ডলার মিলিয়ন বরাদ্দ করা হয়েছে, যা পরিবারগুলিকে আবাসন খুঁজে পেতে ও তাদের ঘর সংরক্ষণে সহায়তা করবে।’

তিনি বলেন, ‘এ পরিকল্পনা নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোর প্রতি আমাদের অঙ্গীকার আরো জোরালো করেছে, যা শেষ হওয়া স্টিমুলাস তহবিলের কারণে বাজেটে সৃষ্ট ঘাটতি পূরণে সহায়তা করছে। আমি নিজে একজন পাবলিক স্কুলের গ্র্যাজুয়েট। তাই, আমি জানি আমাদের শিশুদের জন্য পাবলিক স্কুল কতটা গুরুত্বপূর্ণ ও স্কুল নার্সদের ভূমিকা কতটা অপরিহার্য। এ কারণে, আমরা এগিয়ে এসেছি এবং স্কুল কন্ট্রাক্ট নার্সদের অর্থায়ন চালিয়ে যাচ্ছি, যাতে প্রতিটি স্কুল ভবনে অন্তত একজন নার্স নিশ্চিত করা যায়। পাশাপাশি, আমরা নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলের প্রযুক্তি সম্পদে ৮০ মিলিয়ন ডলার বরাদ্দ করছি, যাতে প্রশাসক, স্কুল ও আমাদের শিশুরা সর্বোত্তম প্রযুক্তির সুবিধা পায়।’

নিউইয়র্কবাসী পার্ক ভালবাসেন। তাই, এ সবুজ স্থানগুলোর যত্ন নিতে অ‍্যাডামস্ প্রশাসন পার্কস অ্যান্ড রিক্রিয়েশন বিভাগের কার্বসাইড ময়লার স্থাপনাগুলোকে সম্পূর্ণরূপে কনটেইনারাইজ করছেন, যেখানে নয় হাজারটি লকযোগ্য স্টিলের বিন বসানো হবে। এটি পাঁচটি বরোজুড়ে শহরের ‘ট্র্যাশ রেভলিউশন’ কার্যক্রম অব্যাহত রাখবে ও শহরের রাস্তাগুলোকে আরো পরিচ্ছন্ন করবে।’

অ‍্যাডামস্ বলেন, ‘আমরা ময়লা রাস্তায় রাখছি, পাবলিক স্পেস পুনরুদ্ধার করছি, ইঁদুরের সাথে লড়াই করছি এবং আরো বহু কিছু করছি। আমাদের প্রশাসনের শুরুতেই আমরা পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে, আমাদের লক্ষ্য হল কর্মজীবী নিউইয়র্কবাসীকে সমর্থন করা- তাদের নিরাপদ রাখা, শহরকে আরো সাশ্রয়ী করা এবং জীবনমান উন্নত করা। এ নভেম্বর পরিকল্পনার মাধ্যমে আমরা কর্মজীবী মানুষের জন্য একটি ভবিষ্যৎ গড়ে তুলছি- যা আরো নিরাপদ, পরিচ্ছন্ন ও সব নিউইয়র্কাবাসীর জন্য সাশ্রয়ী হবে।’