মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

নরসিংদী জেলা সমিতি ইউএসএ ২০২৫-২৬ কার্যকরী পরিষদের অভিষেক

শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: জমকালো আয়োজন আর উৎসবমুখর পরিবেশে নরসিংদী জেলা সমিতি ইউএসএর ২০২৫-২৬ সালের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চার পর্বের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. ফিরুজ আহমেদ। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. আনোয়ার হোসেন। বাকি তিন পর্বে সভাপতিত্ব করেন নতুন সভাপতি শামীম গফুর। প্রধান নির্বাচন কমিশনার সালমান জাহিদ জুয়েল নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ নতুন সভাপতি শামীম গফুর ও সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল কমিটির প্রতি আস্থা প্রকাশ করে দায়িত্ব হস্তান্তর করেন। তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নরসিংদীবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতি ও নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব। গেস্ট অব অনার ছিলেন ল অফিস অফ লি এন্ড অ্যাসোসিয়েটসের লিগ্যাল কনসালটেন্ট মোহাম্মদ এ খালেক। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম রব্বানী ও আজহার ইসহাক খোকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বিএম মুরাদ, মোশাররফ হোসেন, মো. আব্দুল মিজান, কাজল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী, জসিম খন্দকার, সাবেক নির্বাচন কমিশনার জাকির খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউম্যান রাইটসের সভাপতি মামুন খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুর রহমান, কলামিস্ট আমিনুল খান, সাবেক ছাত্রনেতা শাহীনুল হাসান।

নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক ছিলেন মো. ইকবাল ভুঁইয়া ও সদস্য সচিব জিয়াউর রহমান। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বিএম মাসুদ ভুঁইয়া, মাসুদুর রহমান মুরাদ, আব্দুল কাইয়ুম, সালাউদ্দিন খান তুহিন, মতিউর রহমান, নাজমুল, জেরিন, শামীমা, সুমি, মোফাজ্জল ও ইয়াসীন মিয়া।