শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে অনুষ্ঠিত হল পাঁচ দিনের আন্তর্জাতিক যুব সম্মেলন

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনের আন্তর্জাতিক যুব সম্মেলন।

বিশ্ব সংস্থাটির সাধারণ অধিবেশন উপলক্ষে প্রতি বছরই এমন যুব সম্মেলনের আয়োজন করা হয়। ২৫ সেপ্টেম্বর শুরু হয়ে এবারের সম্মেলন শেষ হয় ২৯ সেপ্টেম্বর।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা এ আয়োজনে অংশ নিয়ে থাকেন। তারা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন ও বিভিন্ন কর্মশালায় অংশ নেন।

আয়োজকরা বলছেন, ‘ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক যুব সম্মেলন একটি চমৎকার ফ্ল্যার্টফর্ম।’

পৃথিবীল নানা দেশে থেকে নিউইয়র্কে এসে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনারে জোরালো বক্তব্য দিয়েছেন অংশগ্রহণকারীরা। এর মধ্য দিয়ে তারা নিজেদেরকে প্রস্তুত করতে সক্ষম হচ্ছেন। এছাড়া, জাতিসংঘের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা, অন্তর্ভুক্তি ও নীতিনির্ধারণের জন্য এ সম্মেলন খুবই উপযোগী।

এ বছরের যুব সম্মেলনে বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন ডেলিগেট অংশ নিয়েছেন।

সিএন/আলী