বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ ইস্যুতে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪

প্রিন্ট করুন
বেদান্ত প্যাটেল

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ ইস্যুতে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ও দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন।

উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না, সেই সুযোগ নেই। আমরা চাই, বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে। এছাড়া ওই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও আমরা কথা বলছি।’

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে গেল ৮ আগস্ট দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি। সেদিনই রাত সোয়া নয়টার দিকে ইউনূসকে শপথবাক্য পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।