শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ এসোসিয়েশন অব নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটির আত্মপ্রকাশ

রবিবার, নভেম্বর ১০, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটির বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের উদ্যোগে সোমবার (৪ নভেম্বর) জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে মত বিনিময় সভায় এ সংগঠনটি গঠন করা হয়।

নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকরা পদাধিকারে সগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য হবেন।

সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলামকে আহ্বায়ক ও সুব্রত তালুকদারকে সদস্য সচিব করে ১৫ জনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, শামীম রেজা, রাজীব আহমেদ, রাশেদুল ইসলাম, নাজমুল হাসান, তমাল চৌধুরী ও জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আবু কামাল, খালেদা আক্তার, দুর্জয় সাহা, আব্দুল্লাহ আল রানা, পারভিন সুলতানা।

সভায় বক্তারা বলেন, ‘ভাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা, সুহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা সব সময় বদ্ধপরিকর। বর্তমান আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সকলকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনে কাজ করবে।’