বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মুনা মুসলমান-অমুসলমানদের কাছে কুরআনের দাওয়াত দিয়ে থাকে

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪

প্রিন্ট করুন

ফিলাডেলফিয়া, পেনসেলভেনিয়া, যুক্তরাষ্ট্র: মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ বলেছেন, ‘ইমাম ও কমিউনিটির নেতাদের সার্বিক সহযোগিতায় ও আল্লাহর রহমতে বিগত বছরগুলোর মত এবারো বিশাল আকারের মুনা কনভেনশন সফল করতে আমরা সক্ষম হয়েছি। তিন দিনের এ কনভেনশন বাংলাদেশি কমিউনিটিসহ আমেরিকান মুসলিম কমিউনিটির মাঝে ব্যক্তি ও সমাজ গঠনে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। মুনা কোন রাজনীতিক সংগঠন নয়। আমরা মুসলমান ও অমুসলমানদের কাছে কুরআনের দাওয়াত দিয়ে থাকি।’

তিন দিনব্যাপী মুনা কনভেনশনের শেষ দিন রোববার (১১ আগস্ট) সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পিস এন্ড জাস্টিস ফর হিউম্যানিটি’ স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরস্থ পেনসেলভেনিয়া কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

মুনার পক্ষ থেকে পুরো বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হারুন অর রশিদ আরো বলেন, ‘মুনা যুক্তরাষ্ট্রের একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নর জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা। এ সংগঠনটি ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশনভুক্ত করা হয়। বর্তমানে মুনা যুক্তরাষ্ট্রের ৪৮টির বেশি অঙ্গরাজ্যে কার্যক্রম চালাচ্ছে।’

তিনি গাজার মুসলমানদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘৪০ হাজার মানুষের রক্ত বৃথা যেতে পারে না। আমাদেরকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। আমাদেরকে জাগতে হবে।’

হারুন অর রশীদ বলেন, ‘আল কোরআন পথ নির্দেশ করে গোটা মানব জাতিকে। কল্যাণকর ও নির্ভুল পথ পরিদর্শন করে পথভ্রান্ত দিকহারা মানবতাকে। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন, মানব দেহের অভ্যন্তরে লুকায়িত অন্তর বিন্দু থেকে সৃষ্টি লোকের বিশাল বিস্তৃত মানব সম্পর্কিত প্রতিটি স্তরে বিশ্ববাসীর কল্যাণে এক নির্ভুল গাইড হিসেবে ভূমিকা রাখতে পারে মহাগ্রন্থ আল কুরআন। মুনা গেল বছর প্রায় ৭৫ হাজার কুরআন বিলি করেছে এবং এ কাজ অব্যাহত রাখছে। যে কেউ এ কাজে অংশ নিতে চাইলে আমরা আপনাদের সহযোগিতা করব।’