রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার শেষ চালান পেল ইউক্রেন

শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩

প্রিন্ট করুন

ইউক্রেন: যুক্তরাষ্ট্রের নিকট থেকে পাওয়া সর্বশেষ অস্ত্র সহায়তা তহবিল পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে ইউক্রেন। বুধবার রাতে (২৭ ডিসেম্বর) ইউক্রেনের জন্য ২৫০ মিলিয়ন ডলারের নতুন অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা ও গোলাবারুদ, রকেটের জন্য অতিরিক্ত গোলাবারুদ, ১৫৫ এমএম এবং ১০৫এমএম গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী গোলাবারুদ ও চিকিৎসা সরঞ্জাম।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘আমরা যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের জন্য দেশটির সরকার ও জনগনের প্রতি কৃতজ্ঞ। ইউক্রেনের জনগন আপনার নেতৃত্বের জন্য গর্বিত।’

এ দিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে এই অস্ত্র সহায়তা ইউক্রেনের নিতান্ত প্রয়োজন মেটাতে সহায়তা করবে।’

এর পূর্বে, পশ্চিমাদেশগুলোকে সতর্ক করে জেলেনেস্কি বলেছিলেন ‘নয়া করে সহায়তা না পেলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়াটা কঠিন হবে।’

বিবৃতিতে হোয়াইট হাউস সতর্ক করেছে, ‘এটি এখন পর্যন্ত ইউক্রেনের জন্য অনুমোদন পাওয়া সহায়তার সবশেষ চালান। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেয়া অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে এখন নয়া করে সিদ্ধান্ত নিতে হবে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে ৬১ বিলিয়ন ডলারের আরেকটি সহায়তা তহবিল দেয়ার জন্য কংগ্রেসে আহবান জানিয়েছিলেন জো বাইডেন। কিন্তু, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নিরাপত্তাসংক্রান্ত চুক্তি না হওয়ায় রিপাবলিকানদের আপত্তির মুখে আটকে যায় তহবিলটি।