সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে এ পর্যন্ত ৩০টি হত্যাকাণ্ডে ১৩১ প্রাণহানি

শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: জর্জিয়া অঙ্গরাজ্যে স্কুলে বুধবার (৪ সেপ্টেম্বর ঘটে যাওয়া সর্বশেষ হত্যাকাণ্ডটি চলতি বছর যুক্তরাষ্ট্রে ৩০তম হত্যাকাণ্ড ছিল। দেশটির নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অংশীদারিত্বে পরিচালিত অ্যাসোসিয়েটেড প্রেস এবং ইউএসএ টুডের ডাটাবেস থেকে এ তথ্য জানানো হয়েছে।

এফবিআই জানিয়েছে, হামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে চার বা ততধিক মানুষ মারা যাওয়ার ঘটনাগুলোকে গণনা করা হয়েছে।

এসব হত্যাকাণ্ডে নিহত হামলাকারীকে গণনায় যুক্ত করা হয়নি জানিয়ে সংস্থাটি বলছে, ‘এসব নৃশংসতায় কমপক্ষে ১৩১ জন প্রাণ হারিয়েছেন।’

গেল বছরব্যাপী যুক্তরাষ্ট্রে মোট ৪২টি হত্যাকাণ্ড ঘটে, যাতে মোট ২১৭ জনের মৃত্যু হয়। ওই সংখ্যার কারণে ২০২৩ সাল রেকর্ড প্রাণঘাতী বছর হিসেবে পরিগণিত হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডার শহরের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থীসহ চারজন নিহত ও নয়জন আহত হন।