সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

রাজনীতি/নিউইয়র্কে বিএনপির সভায় ‘নির্বাচনের রোডম্যাপ’ দাবি

মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: অন্তর্বর্তী সরকারের কাছে ‘রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপের’ দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত বিএনপির নেতা-কর্মীদের এক মত বিনিময় সভায়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ সভা করেন তারা।

নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ ও নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা বিষয়ক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ চেয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ জানাচ্ছি। নির্বাচিত সরকারই বাকি সংস্কারটুকু সম্পন্ন করবে। কারণ, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে কখনোই ফুলস্টপ করা যায় না। তাই, আমরা অনুরোধ করব, সংস্কারের রোডম্যাপ ও নির্বাচনের সময়সীমা ঘোষণা করুন।’

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, তারেক রহমানের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, বিএনপির সহকারী আন্তর্জাতিক সম্পাদক নাহিদ খান সাহেল, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, জসিম উদ্দিন ভূইয়া ও নিউইয়র্ক মহানগর উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকন।

সিএন/আলী