শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত

শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

প্রিন্ট করুন

বাগেরহাট: শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেলারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট শহরতলীর খানজাহান আলী আলীম মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের নয়া জেলা আমিরের শপথ ও সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

মোহাম্মদ গোলাম পরওয়ার বলেন, ‘শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে; যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হবে।’

জামায়াত সেক্রটারি জেনারেল আরও বলেন, ‘আমলাদের মধ্যে ফ্যাসিবাদের দোসর এখনো রয়ে গেছে। সব দলের ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ হঠাতে হবে।’

উপদেষ্টা পরিষদের নিয়োগের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, ‘গণ-আকাঙ্খার চাহিদা অনুযায়ী আপনাদের সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই, গণ-আকাঙ্খাকে প্রধান্য দিয়ে কাজ করতে হবে।’

আলেম-ওলামাদের বিপক্ষে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের সহযোগীদের উপদেষ্টা পরিষদে স্থান না দেওয়ার জন্য তিনি সরকার প্রধানের কাছে আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদের সহযোগী দেশের অধিকাংশ প্রশাসনিক কর্মকর্তাদের রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিচার, প্রশাসন, নির্বাচন কমিশনের ও সংবিধানের সংষ্কারসহ ছয়টি স্তরে সংষ্কারের যৌক্তিক সময়ের পর একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব। দেশে ১১-১২ লাখ কর্মকর্তাদের অধিকাংশ ফ্যাসিবাদি সরকারের কর্মকর্তাদের পরিবর্তনের পর দেশ ফ্যাসিবাদি জ্বর মুক্ত হবে।’

সম্মেলনের শুরুতে বাগেরহাটের নয়া সেশনের জেলা আমিরের শপথ করানো হয়।

বাগেরহাট জেলা জামায়াতের আমির রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, শফিকুল আলম, মশিউর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।