বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শেখ হাসিনার ফাঁসির দাবি চবি ছাত্রদলের

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছে। চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ মিছিলটি হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সিটির ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে দুই নম্বর গেইট-জিইসি ঘুরে বিপ্লব উদ্যানে এসে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় আব্দুলাহ্ আল নোমান বলেন, ‘শেখ হাসিনাকে দেশে এনে হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে।’

এ সময় তিনি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানান।

সাধারণ শিক্ষার্থীর যে কোন যৌক্তিক আন্দোলনে পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘অতীতের মত ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবে।’