সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের শাস্ত্রীয় অনুষ্ঠানে রাসেল দত্তের একক বাঁশির পরিবেশনা

সোমবার, মে ২৯, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: যন্ত্রসঙ্গীতের যে কয়টি যন্ত্র মানুষের অন্তরের ভাষা উপযোগী সুর সৃষ্টি করতে পারে, বাঁশী তার অন‍্যতম। বাঁশিতে এক অসাধারণ সম্মোহনী ক্ষমতা আছে। সুরের অসাধারণ এ যন্ত্রটি দিয়ে দীর্ঘ সময় ধরে দর্শক শ্রোতাদের অন্তরে মুগ্ধতার আবেশে জড়িয়ে আছে।

চট্টগ্রামে শাস্ত্রীয় বংশীবাদকে যে কয়জন তরুণ মেধাবী মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, তাদের মধ্যে তরুণ রাসেল দত্ত একজন। তরুণ বয়সী এ শিল্পী চেষ্টা করছেন, রাগ সঙ্গীতের সুরে অবগাহন করতে। অল্প সময়ের মধ্যেই মেধাবী তরুণ রাসেল দত্ত বেশ কয়েক বার বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম (বিটিভি) কেন্দ্রের ‘সুর ঝংকার’ অনুষ্ঠানে কৃতিত্বের সাথে শাস্ত্রীয় সংগীত বাঁশিতে পরিবেশনা করেছেন।

সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশের আমন্ত্রণে শনিবার (২৭ মে) সন্ধ্যায় রাসেল দত্ত’র একক বাঁশির পরিবেশনা অনুষ্ঠিত হয়ে গেল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ‍্যালারি হলে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাজিব দাশ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

দর্শকদের সামনে রাসেল দত্তের একক ‘রাগ দেশ’ এর উপর বাঁশির মনোমুগ্ধকর জমকালো পরিবেশন হল। তার বাঁশির পরিবেশনার সাথে তবলায় ছিলেন অমিত চৌধুরী দীপ্ত ও তানপুরায় মিথিলা দেব।

অনুষ্ঠানের অতিথিরা রাসেল দত্তের সার্বিক মঙ্গল, উন্নতি ও সফলতা কামনা করেন।