বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হাসিনার সফর সফলে যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক স্টেট ও সিটি আওয়ামী লীগের যৌথ বৈঠক

সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী এ বৈঠকে মিলিত হন।

বৈঠকে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনকে স্মরণকালের স্বার্থক সফল সফর হিসেবে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিভিন্ন স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের সহযোগীতা কামনা করা হয়।