রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহের ঘোষণা দিতে যাচ্ছেন বাইডেন

বুধবার, জানুয়ারী ২৫, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন: ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৬ জানিয়ারি) তিনি এ ঘোষণা দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক এক কর্মকর্তা নাম প্রকাশ না করে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থার তাসের।

মঙ্গলবার রাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন বুধবার ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহে তার সিদ্ধান্ত ঘোষণা করবেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একই খবর প্রকাশ করেছে দ্য ওয়ার্ল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি বলেছে, ‘যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সংখ্যক আব্রামস ট্যাংক ইউক্রেনে পাঠাতে যাচ্ছে।
আব্রামস ট্যাংকের সংখ্যা ৩০টির মত হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন।’

রাশিয়ার দখলদারিত্ব থেকে নিজ দেশের ভূখন্ড পুনরুদ্ধার প্রচেষ্টায় এসব ট্যাংক ইউক্রেনকে বড় ধরনের সুবিধা দেবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যদিও এর আগে ইউক্রেনে আব্রামস ট্যাংক পাঠানো নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলো পেন্টাগনের কর্মকর্তারা। তাদের উদ্বেগের বিষয় ছিল, ইউক্রেন কিভাবে উন্নত মানের এসব ট্যাংক রক্ষণাবেক্ষণ করবে। কারণ, এ জন্য ব্যাপক প্রশিক্ষণ ও সার্ভিসিংয়ের প্রয়োজন রয়েছে।