শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শিরোনাম

গবেষণা প্রতিবেদন/অট্টালিকার ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক!

বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: এক দিকে আকাশচুম্বী ইমারত, অন্য দিকে, জলবায়ু পরিবর্তনে বাড়তে থাকা সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় অস্বস্তিতের ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক। খবর সিএনএনের।

আর্থ’স ফিউচার নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে নিউ ইয়র্কের এ ঝুঁকি।

নতুন গবেষণা বলছে, ‘নিউ ইয়র্ক জুড়ে যে কয়েক লাখ আকাশচুম্বী অট্টালিকা গড়ে উঠেছে, সেগুলোর ওজনে দেবে যাচ্ছে শহরটির উপরিতল।’

গবেষকরা হিসেব করে দেখেছেন, নিউ ইয়র্কের পাঁচটি বিভাগে সব মিলিয়ে দশ লাখ ৮৪ হাজার ৯৫৪টি ভবন রয়েছে। তারা দেখেছেন, এ ভবনগুলোর ওজন ৭৬২ বিলিয়ন কেজি; যা মালভর্তি ১৯ লাখ উড়োজাহাজের ওজনের সমান।

গবেষক দলটি সিমুলেটর পরীক্ষার তথ্য ও স্যাটেলাইটে প্রাপ্ত ভূপৃষ্ঠের তথ্য তুলনা করেছে। তাদের এ বিশ্লেষণে দেখা গেছে, নিউ ইয়র্ক প্রতি বছর এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত দেবে যাচ্ছে।

অবশ্য শুধু যে ভবনের কারণে শহরটি দেবে যাচ্ছে, বিষয়টি এমনও নয়। নিউ ইয়র্ক শহর হল- এমন শহর, যেটির চারপাশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে।

আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এ উচ্চতা আট থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পাবে।