রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

‘গ্যালাক্সি এফ১৩’ ও ‘গ্যালাক্সি এ৭৩’ স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় দিচ্চে স্যামসাং

রবিবার, জুলাই ২৩, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ এর আনন্দকে বাড়িয়ে তুলতে স্যামসাং বাংলাদেশ এর দুটি স্মার্টফোন ‘গ্যালাক্সি এফ১৩’ ও ‘গ্যালাক্সি এ৭৩’ এ দুর্দান্ত ছাড় দিচ্ছে। ক্রেতারা এখন ২৮ হাজার ৯৯৯ টাকার বদলে ২৫ হাজার ৯৯৯ টাকা দিয়ে গ্যালাক্সি এফ১৩ এবং ৭৭ হাজার ৪৯৯ টাকার পরিবর্তে ৬৪ হাজার ৯৯৯ টাকা গ্যালাক্সি এ৭৩ কিনতে পারবেন। পরবর্তী কোন ঘোষণার আগ পর্যন্ত এ ছাড় সুবিধা পাবেন ক্রেতারা।

দুর্দান্ত এ ছাড় নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ আয়োজন নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। আমরা জানি, আমাদের ফ্যানরা এ আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ জন্য, তাদের আনন্দ বাড়িয়ে তুলতে, আমরা আমাদের ফ্যানদের পছন্দের দুটি ডিভাইস গ্যালাক্সি এফ১৩ ও গ্যালাক্সি এ৭৩ ডিভাইসে ছাড় সুবিধা আনতে পেরে আনন্দিত। আমাদের প্রত্যাশা, এ উদ্যোগকে আমাদের ফ্যানরা ইতিবাচকভাবে নেবেন এবং আমরা ধারাবাহিকভাবে আমাদের ফ্যানদের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারব।’

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ এ রয়েছে ৬০ হার্টজের ছয় দশমিক ছয় ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে, ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনোজ ৮৫০ সাথে মালি-জি৫২ গ্রাফিকস প্রসেসর। ফোনটিতে রয়েছে পিডিএএফসহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের ট্রিপল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশের সাথে পাঁচ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং দুই মেগাপিক্সেল ডেপথ লেন্স। সাবলীল ক্যামেরা ইউআই এবং এটা ব্যবহারেও স্বাচ্ছন্দ্যদায়ক এবং ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে প্যানোরামা, পোর্ট্রেট, প্রো ও ফুড মোড।

অন্য দিকে, গ্যালাক্সি এ৭৩ -এ রয়েছে ১০৮ মেগাপিক্সেল লেন্স। মূল ক্যামেরা ছাড়াও ডিভাইসটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং দুটি পাঁচ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো সেন্সর। স্মার্টফোনটিতে আরো রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। গ্যালাক্সি এ৭৩-তে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট এবং ছয় দশমিক সাত ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেডপ্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে সাথে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। দুর্দান্ত এ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে খাতের মধ্যে নেতৃস্থানীয় সফটওয়্যার সাপোর্ট।