বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শিরোনাম

ফিনল্যান্ডে ইউক্রেন যুদ্ধ নিয়ে বক্তব্য দেবেন ব্লিংকেন

শনিবার, মে ২৭, ২০২৩

প্রিন্ট করুন
অ্যান্টনি ব্লিঙ্কেন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন আগামী সপ্তাহে ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ডে যাচ্ছেন। সেখানে তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থনে বক্তব্য রাখবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার (২৬ মে) এ তথ্য জানিয়েছে।

নরওয়ের অসলোয় পশ্চিমা জোটের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক শেষে ব্লিংকেন ১-২ জুন ফিনল্যান্ডের রাজধানী প্রধান শহর হেলসেংকি সফর করবেন। প্রথমে তিনি সুইডেন যাবেন। সুইডেনও ন্যাটোতে যোগ দেয়ার চেষ্টা করছে। এ তিন দেশের প্রধানমন্ত্রীর সাথে ব্লিংকেন সাক্ষাৎ করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, ‘হেলসিংকিতে ব্লিংকেন তার বক্তব্যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের কৌশলগত ব্যর্থতার সব দিক তুলে ধরবেন।’

তিনি বলেন, ‘ব্লিংকেন একটি ন্যায্য ও টেকসই শান্তির জন্যে ইউক্রেনের অঞ্চলে তার প্রতিরক্ষা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আমাদের অব্যাহত সমর্থন প্রচেষ্টার একটি রূপরেখা তুলে ধরবেন।’

লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে জুলাইয়ে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নেয়া হবে অসলো বৈঠকে।

ফিনল্যান্ড এপ্রিলে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিয়েছে। সুইডেন অপেক্ষায় আছে তুরস্ক ও হাঙ্গেরির অনুমোদনের।

ব্লিংকেন সুইডেনের উত্তরাঞ্চলীয় লুলিয়া শহরে যাবেন। সেখানে তিনি ইউএস-ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন।