বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের নতুন রাষ্ট্রদূত

বুধবার, মে ২৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে চীনের নতুন রাষ্ট্রদূত শি ফেং মঙ্গলবার (২৩ মে) নিউইয়র্ক পৌঁছেছেন। বেইজিং দূতাবাসের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

অভিজ্ঞ কূটনীতিক শি ফেং দুই দেশের জটিল সম্পর্কের কঠিন চ্যালেঞ্জের গুরু দায়িত্ব নেয়ার অঙ্গীকার করেছেন।

তিনি জিন গ্যাংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। জিন গ্যাং চলতি বছরের প্রথমে চীনের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

দূতাবাসের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানবন্দরে সাংবাদিকদের শি বলেন, ‘বর্তমানে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গুরুতর ও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন।’

তিনি আরো বলেছেন, ‘আমি এ মিশনের গৌরবময় অনুভূতি ও গুরু দায়িত্ব অনুভব করছি। আমি ও আমার সহকর্মীরা সংকট মোকাবেলা ও মিশনের দায়িত্ব পালন করব।’

চীনের জিয়াংঝু প্রদেশে জন্ম নেয়া শি ফেং (৫৯) ১৯৮৬ সাল থেকেই পররাষ্ট্র দপ্তরে কাজ শুরু করেন। অতি সম্প্রতি তিনি হংকংয়ে বেইজিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার হিসেবে কাজ করেন। এছাড়া, তিনি পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বাণিজ্য, প্রযুক্তি, মানবাধিকার ও অন্যান্য বিষয়ে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বিরোধপূর্ণ হয়ে উঠেছে।