শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শিরোনাম

রাঙ্গামাটির কাউখালী উপজেলা যুবদলের সন্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

প্রিন্ট করুন

কাউখালী, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার বলেছেন, ‘আওয়ামী লীগ দেশকে বিরোধী দল শূন্য করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এ দলটিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করার লক্ষ্য বাস্তবায়নে নিরন্তর অপচেষ্টা চালাচ্ছে শাসকগোষ্ঠী।’

সোমবার (২০ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা যুবদলের আওতাধীন কাউখালী উপজেলা যুবদলের সন্মেলনে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথির বক্তৃতায় দীপন তাকুলকদার আরো বলেন, ‘এত দমন-পীড়নের পরও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের বিএনপি-যুবদলসহ অন্যান্য সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পুরো দেশের মত পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও চলমান। এটাই আওয়ামী লীগের ভীতির মূল কারণ।’

সন্মেলনের উদ্বোধক চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘দেশের মানুষ যখন গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে দিশেহারা, তখনই বর্বর ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ যুবদল-ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ মানুষের নামে মামলা, হামলা, গ্রেফতার, রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে। যার জ্বলন্ত উদাহরণ কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। নব্য বাকশালী সরকার বুঝে গেছে, তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। আর এ কারণেই তারা বেপরোয়া হয়ে উঠেছে। আজকের সন্মেলনের মাধ্যমে কাউখালী উপজেলা যুবদলে নতুন নেতৃত্ব আসবে।’

যুব, ঐক্য, প্রগতির মূলমন্ত্রে বলিয়ান জাতীয়তাবাদী যুবদলের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা যুবদল আরো সুশৃঙ্খল ইউনিটে পরিণত করার আশা প্রকাশ করে তিনি আরো বলেন, ‘তারেক রহমানের যে কোন নির্দেশ পালনে সুলতান সালাউদ্দিন টুকু ও মোনায়েম মুন্নার নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল অঙ্গীকারবদ্ধ।’

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না ও সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালুসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মুহাম্মদ শাহাদে বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে যুবদল রাজপথ দখলে নিতে সদা প্রস্তুত।’

সন্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব।

কাউখালী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মিন্টু কুমার দের পরিচালনায় অনুষ্ঠিত সন্মেলনে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মামুন, মো. আয়ুব আলী, জিয়াউল হক মিল্কি, মো. নাজিম উদ্দিন, রাঙ্গামাটি জেলা সিনিয়র যুবদলের যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম বাবলু, রাঙ্গামাটি সদর উপজেলা যুবদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, রাঙ্গামাটি নগর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা, রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী স্বপন, রাঙ্গামাটি জেলা যুবদলের সহ সম্পাদক মোস্তফা কামাল শুক্কুর, রাঙ্গামাটি জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জসিম উদ্দীন।

সন্মেলনে কাউখালী উপজেলা যুবদলের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি মো. মমিনুল করিম, সাধারণ সম্পাদক ইসমাইল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মাহমুদ নির্বাচিত হয়েছন।