বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শিরোনাম

লোহাগাড়ায় শ্রীমদ্ভাগবতগীতা লিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শুক্রবার, ফেব্রুয়ারী ৩, ২০২৩

প্রিন্ট করুন

লোহাগাড়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কলাউজান সার্বজনীন মহোৎসব ৫৬ বছর পূর্তি উপলক্ষে সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ কতৃক আয়োজিত শ্রীমদ্ভগবদগীতা লিখিত প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকালে কলাউজান শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ।

মাস্টার শংকর কর্মকারের সঞ্চালনায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান পৃষ্ঠপোষক শ্রী নিবাস দাশ সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিমল কান্তি দাশ, লোহাগাড়া পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি ডাক্তার রিটন কান্তি দাশ, কলাউজান মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী ধুর্জ্জটি প্রসাদ দাশ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নেতা পলাশ কান্তি নাথ রনি, ডাক্তার সুকুমার নাথ, খোকন সুশীল, তরুণ কান্তি দাশ নেহেরু, দেবাশীষ দাশ আশিষ।

প্রতিযোগিতায় ৪২টি গীতা শিক্ষা স্কুলের ৭৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্য থেকে নয়জনকে নগদ অর্থ এবং ১৮০ জন শিক্ষার্থীকে আশীর্বাদ স্বরূপ স্বান্তনা পুরুষ্কার তুলে দেয়া হয়।