রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শপথ নিল আটাবের নতুন কমিটি

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: আমেরিকান ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ ইনকের (আটাব) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গেল ২০ ডিসেম্বর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভার শেষে এটাবের ২০২৪-২৫ মেয়াদের নয়া কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কর্নফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. সেলিম হারুন ও সিলেকশনের মাধ্যমে সাধারণ সম্পাদক হয়েছেন স্কাইল্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুদ মোরশেদ। সভায় অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ ও মতামত দিয়েছেন সংগঠনের ৩৩ জন সদস্য।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেঘনা ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. এম রহমান, নির্বাচন কমিশনার ছিলেন ইউনির্ভাসেল ট্রাভেলসের স্বত্বাধিকারী কেএম রেজওয়ান ও বাংলাদেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী জাফর ফেরদৌস।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রহমানিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ কে রহমান (মাহমুদ)। সঞ্চালনা করেন নাবিলা এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মো: সেলিম হারুন।

১১ জনের কার্যকরী পরিষদের কর্তারা হলেন প্রেসিডেন্ট মো. সেলিম হারুন, ভাইস প্রেসিডেন্ট রহমানিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ কে রহমান (মাহমুদ), সাধারণ সম্পাদক মাসুদ মোরশেদ, কোষাধ্যক্ষ ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী সামসুদ্দিন বশির, জয়েন্ট সেক্রেটারি নাবিলা এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. এ কালাম আজাদ, অর্গানাইজিং সেক্রেটারি অ্যাংকর ট্রাভেলসের স্বত্বাধিকারী এএসএম উদ্দিন, এডুকেশন এন্ড সোসাল কালচারাল সেক্রেটারি এসএস ট্রাভেলসের স্বত্বাধিকারী শ্যামল তালুকদার, সদস্য ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়ার স্বত্বাধিকারী নজরুল ইসলাম, জান্নাত ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ উদ্দিন, এক্সপ্রেস এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. কে জামান (রঞ্জু) এবং বেলাল ট্রাভেল্ স্কাই ইনকের স্বত্বাধিকারী রূপক বডুয়া।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নবান্ন রেষ্টুরেন্টে নির্বাচিত সদস্যদের শপথ করান মো. এম রহমান। শপথ গ্রহণ শেষে নতুন নির্বাচিত কর্তারা সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মো. সেলিম হারুন বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে গ্রাহক সেবা।’

মাসুদ মোরশেদ বলেন, ‘আটাবের কোন ব্যবসায়ী টিকিট বিক্রিতে ব্যত্যয় ঘটায়, সেই ক্ষেত্রে ব্যাপারটি আমরা সাংগঠনিকভাবেই দেখব।