রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন ছয় লেখক

রবিবার, নভেম্বর ১৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্তের ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২২’ পাচ্ছেন ছয় লেখক। মোট দশটি ক্যাটাগরিতে লেখকদের এ পুরস্কার দেয়া হচ্ছে।

পুরস্কারের জন্য নির্বাচিত লেখকরা হলেন- শিশুসাহিত্যে (ভূতের গল্প) ইমরুল ইউসুফ, কিশোরসাহিত্যে (সায়েন্স ফিকশন) নাসরীন মুস্তাফা, মননশীলসাহিত্যে (প্রবন্ধ) অমল বড়ুয়া, ভ্রমণসাহিত্যে (ভ্রমণকাহিনী) রফিক আহমদ খান, বিবিধ ক্যাটাগরিতে (প্রকৃতি) হাসান জাহিদ ও (স্বাস্থ্য) ডাক্তার আহাদ আদনান।

অক্ষরবৃত্ত প্রকাশনের স্বত্বাধিকারী ও প্রকাশক আনিস সুজন বলেন, ‘মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার লক্ষ্যেই এ আয়োজন। দশটি ক্যাটাগরিতে সারাদেশ থেকে প্রায় তিন হাজার পাণ্ডুলিপি জমা পড়েছিল। দেশের খ্যাতিমান সাহিত্যিকেরা নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্বে ছিলেন। কয়েক ধাপে বাছাই শেষে ছয়টি পাণ্ডুলিপি নির্বাচন করা হয়।’

পুরস্কার পাওয়া পাণ্ডুলিপিগুলো বই আকারে আগামী ২০২৩ সালের বইমেলায় প্রকাশ করা হবে ও লেখদের ক্রেস্ট, সনদ, প্রশংসাপত্র ও লেখক সম্মানী হিসেবে ৫ হাজার টাকা নগদ দেয়া হবে।