সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

অবৈধ পার্লামেন্ট ভেঙ্গে ক্ষমতা হস্তান্তরের দাবি ইসলামী আন্দোলন ঢাকা দক্ষিণের

শুক্রবার, আগস্ট ১১, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম দ্রুত অবৈধ পার্লামেন্ট ভেঙ্গে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা সরকারের শুভবুদ্ধির উদয় কামনা কামনা করছি। অবৈধ সংসদ বহাল রেখে বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন হতে দেয়া হবে না। সরকার যদি এতে কোন প্রকার টালবাহানা করে, তাহলে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগুবে। মানুষ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোন কোরবানির নজরানা পেশ করতে কুণ্ঠাবোধ করবে না।’

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের সাথে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইমতিয়াজ আলম এসব কথা বলেন।

এতে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচএম রফিকুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএম শোয়াইব, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল আহাদ, সহ-দফতর সম্পাদক মুফতী আখতারুজ্জামান।

সহযোগী সংগঠনের মধ্যে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ইউনুস ঢালী, শ্রমিক আন্দোলনের সভাপতি, শাহাদাত হোসাইন প্রধানীয়া, হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, নগর দক্ষিণ যুবনেতা মাওলানা আল-আমীন সোহাগ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সভাপতি ইউসুফ পিয়াস, দক্ষিণের সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন।