নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য অভিষেক শনিবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যারিয়ট প্লাজা হোটেলে হয়েছে। অভিষেকে লায়ন শাহ নেওয়াজ ও লায়ন জেএফএম রাসেলের নেতৃত্বাধীন কমিটি (২০২৩-২০২৪) দায়িত্ব নিয়েছে। হল ভর্তি দেশি-বিদেশি অতিথি, লায়ন্স ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের করতালির মধ্যে নতুন কমিটি দায়িত্ব নেয়।
প্রধান নির্বাচন কমিশানার লায়ন মোহাম্মদ সাইয়িদ নতুন নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পড়ান। এর পরপরই বিদায়ী কমিটির সভাপতি আহাসান হাবিব ও সাধারণ সম্পাদক হাসান জিলানী নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব হস্তান্তর (গংবেল) করেন। নতুন সভাপতি শাহ নেওয়াজ গংবেল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল হারমাইন গ্রপের কর্ণধার, দেশে ও প্রবাসের বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান। তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট গর্ভনর রেমন স্মিথ। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেসিকা গনজালেজ, জেনিফার রাজ কুমার, স্টেট সিনেটর জন ল্যু ও সাবেক ডিস্ট্রিক্ট গর্ভনর মেদাদি সাই অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচলনা করেন এফইএমডি রকি। তাকে সহায়তা করেন এএফএম জামান।
লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠানকে সফল করার জন্য গঠিত কনভেনিং কমিটিতে লায়ন রকি আলিয়ান আহবায়ক ও লায়ন এফইএমডি রকি সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
নতুন কমিটির নির্বাচিত কর্তারা হলেন সভাপতি শাহ নেওয়াজ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, ভাইস প্রেসিডেন্ট একেএম রশীদ, রেজা রশীদ, সাইফুল ইসলাম ও রুহুল আমীন, সেক্রেটারি জেএফএম রাসেল, জয়েন্ট সেক্রেটারি আবুল কাশেম চৌধুরী, কামরুল মজুমদার ও ট্রেজারার মশিউর রহমান মজুমদার।
অনুষ্ঠানে বক্তৃতা করেন শাহ নেওয়াজ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর আসেফ বারী টুটুল, সাবেক প্রেসিডেন্ট মতিউর রহমান ও আহসান হাবিব, সাবেক সেক্রেটারি হাসান জিলানী ও সাইফুল ইসলাম, লায়ন ফাহাদ সোলায়মান ও আলমগীর খান আলম।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট এসেমব্লিওম্যান জেনিফার রাজকুমার কমিউনিটিতে ব্যাপক সেবা প্রদানের জন্য লায়ন শাহনেওয়াজকে ‘প্রোক্লেমেশন’ প্রদান ও তা পড়েন।
অনুষ্ঠানে চন্দ্রা ব্যানার্জি ড্যান্স গ্রুপ নৃত্য পরিবেশন করে।
ক্লাবের গেল নির্বাচনে শাহনেওয়াজের প্রতিদ্বন্দ্বি ছিলেন মুনমুন হাসিনা বারি। অল্প ভোটে মুনমুন সভাপতি পদে হেরে যান। কিন্তু, গেল শনিবার (আগস্ট) অভিষেক অনুষ্ঠানে আসেফ বারী ও মুনমুন বারীকে ভালবাসার আলিঙ্গনে ক্রেস্ট দিয়ে বরণ করেন শাহ নেওয়াজ ও রানো নেওয়াজ। এ সময় হল ভর্তি অতিথি ও লায়ন্স সদস্যরা করতালি দিয়ে এ দৃশ্যকে স্বাগত জানায়।
শাহ নেওয়াজ বলেন, ‘লায়ন্স ক্লাবকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই। কমিউনিটির কল্যাণে নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাব আগামীতে দৃষ্টান্ত স্থাপন করবে।