মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

অভিষেক হল ফরিদপুর জেলা সমিতি ইউএসএর নতুন কমিটির

বুধবার, মার্চ ১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: আমেরিকায় প্রবাসীদের সংগঠন ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে পিঠা উৎসবের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কন্সাল আসিফ উদ্দিন আহমেদ। পিঠা উৎসব উদ্বোধন করেন নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টি সিভিল কোর্ট জাজ এটর্নী সোমা সাঈদ। এত বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুজিবুল হাসান, পরেশ সাহা, মোহাম্মদ আলী সিদ্দিকী, আতিয়ার রহমান, মো. মনিরুল ইসলাম লাব্বু, আবুল কালাম আজাদ, লুৎফর রহমান বাবলু, আারফুজ্জামান, দিরিপ কুমার রায়।

জমকালো আয়োজন অভিষেক হয় সমিতির নতুন কমিটির। সমিতিরি কর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা মুজিবুল হাসান। ফরিদপুরবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এসএম লুৎফর রহমান বাবলু এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নতুন নির্বাচিত সভাপতি মো. ইমরোজ হোসেন। স্বাগত বক্তব্য দেন নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন।

নতুন নির্বাচিত কর্তারা নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে।

মো. ইমরোজ হোসেন ও আসাদুজ্জামান লিটন ফরিদপুরবাসীর স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন।

তারা বলেন, ‘আমাদের প্রধান কাজই হবে ফরিদপুরবাসীর যে কোন প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।’

অনুষ্ঠানে গান গেয়ে শোনান সঙ্গীত শিল্পী চন্দন দত্ত ও হাডসন রিভার ব্যান্ডের শিল্পীরা। ব্যান্ডের সদস্যদের মধ্যে ছিলেন সৈয়দ ফয়েজ (ভোকাল), আহ্মেদ টিটু (গীটার ও ভোকাল), জোসেফিন মিষ্টি (ভোকাল), আব্দুল কাদের (হ্যান্ডসনিক) ও জুয়েল (কিবোর্ড)।