বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

অস্ত্র সহায়তায় ইউক্রেনকে নতুন করে ১১০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইউক্রেনকে ১১০ কোটি ডলার দামের অস্ত্র ও সরঞ্জামাদি সরবরাহের নতুন একটি প্যাকেজ দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বল্প ও দীর্ঘ মেয়াদের এ সহায়তা প্যাকেজের ঘোষণা দেয়া হল। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক সরবরাহের এ প্যাকেজে রয়েছে হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও গোলা-বারুদ, কাউন্টার ড্রোন ব্যবস্থা, রাডার ও সাঁজোয়া যান।’

পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখায় তাদের স্থায়ী শক্তি গড়ে তুলতে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের এ সহায়তা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর এ নিয়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বেড়ে মোট এক হাজার ৬২০ কোটি ডলারে দাঁড়াল।

এ দিকে, হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একেবারে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিধায় যুদ্ধক্ষেত্রে তা ব্যবহার করে ইউক্রেন অনেক সফলতা পাচ্ছে।