বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে চান চসিকের মেয়র রেজাউল

মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘তথ্য প্রযুক্তির কারণে পৃথিবী আজ একটি গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম। দেশের যে কোন উন্নয়ন প্রান্তিক জনপদ স্পর্শ করতে না পারলে ও সুষম বণ্টনের পর্যায়ে আনা না গেলে, সে উন্নয়ন সত্যিকার অর্থে কোন কাজে আসে না। তাই প্রধানমন্ত্রীর ঘোষণা গ্রাম হবে শহর। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে বাস্তবায়ন করতে হলে আগামী ১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলামকে জয়ী করতে হবে।’

ভোটারদের কষ্ট করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেয়ার আহবান জানান তিনি।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে আন্দরকিল্লা পুরাতন নগর ভবনের কেবি আবদুস সত্তার মিলনায়তনে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের সমর্থনে আয়োজিত চসিক কাউন্সিলদের সাথে মত বিনিময় সভায় সভাপতির বক্তৃতায় রেজাউল করিম এসব কথা বলেন।

কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভিপি মাযহারুল হক শাহ চৌধুরী, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম।

উপস্থিত ছিলেন কাউন্সিলর নুরুল হক, মো. শহিদুল আলম, সালেহ আহম্মদ চৌধুরী, মো. ইসমাইল, হাসান মুরাদ বিপ্লব, জহর লাল হাজারী, গাজী শফিউল আজিম, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, জহুরুল আলম জসিম, মো. শাহেদ ইকবাল বাবু, মো. শফিকুল ইসলাম, এম আশরাফুল আলম, মোবারক আলী, মো. এসরারুল হক, মো. নুরুল আমিন, নাজমুল হক ডিউক, আবদুল মান্নান, আবুল হাসনাত মো. বেলাল, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, মো. সলিমউল্লাহ বাচ্চু, শৈবাল দাশ সুমন, মো. ইলিয়াছ, শেখ জাফরুল হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বাহাদুর, গোলাম মো. জোবায়ের, পুলক খাস্তগীর, মোরশেদ আলী, সংরক্ষিত কাউন্সিলর জোবাইদা নারর্গিস খান, লুৎফুননেছা দোভাস বেবী, নীলু নাগ, জেসমীন পারভিন জেসী, হুরে আরা বেগম, আনজুমান আরা, রুমকী সেন।

সভায় মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘এটিএম পেয়ারুল ইসলাম তৃণমুল থেকে উঠে আসা পোড়খাওয়া রাজনৈতিক কর্মী। প্রধানমন্ত্রী মনোনীত যোগ্য এ প্রার্থীকে জয়যুক্ত করে আগামী দিনে চট্টগ্রাম জেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে করোনা ভাইরাসের ধাক্কা সামলিয়ে উঠে সারা বিশ্ব যখন মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল, তখন ইউক্রেন ও রাশিয়ার সর্বনাশা যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতির চাকাকে স্তব্ধ করে দেয়। এমন অবস্থায় শেখ হাসিনার দক্ষতা ও বিচক্ষণ নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতি এখনো টিকে আছে।’

জেলা পরিষদ নির্বাচনে এটিএম পেয়ারুল ইসলামকে জয়যুক্ত করে প্রান্তিক জনপদের উন্নয়ন ও উৎপাদনের চাকা সচল রাখার জন্য তিনি সব ভোটারকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহবান জানান।

এটিএম পেয়ারুল ইসলাম জনপ্রতিনিধি ও সব শ্রেণি পেশার নাগরিকদের নিয়ে সব উপজেলায় সুষম বন্টন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আকাঙ্খা লক্ষ্যে বাস্তবায়নের সব ভোটারের কাছে আনারস মার্কায় তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করার অনুরোধ জানান।