শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই

বুধবার, মে ২২, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সংবাদে খুশি না হতে দলীয় সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাগপার একাংশ।

সভায় ফখরুল ইসলাম বলেন, ‘অন্যের ওপর নির্ভর না করে নিজের শক্তি দিয়েই বর্তমান সরকারকে পরাজিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমি যদি নিজের ঘর নিজে সামলাতে না পারি, তবে অন্য কেউ আমার জন্য এটা করে দিবে না। আজিজের ওপর নিষেধাজ্ঞায় অনেকেই খুশি হতে পারেন। আমি মনে করি, এটি বিভ্রান্তিকর ও আমরা সব সময় বিভ্রান্ত হচ্ছি।’

বিএনপির এ নেতা আরো বলেন, যুক্তরাষ্ট্র এর পূর্বেও র‌্যাব, এলিট ফোর্স ও পুলিশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু, বর্তমান সরকারের ভয়াবহ যাত্রা থামাতে পারেনি।’

ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের শক্তি দিয়ে দাঁড়াতে হবে ও নিজেদের শক্তি দিয়ে তাদের পরাজিত করতে হবে।’

বলে রাখা ভাল, উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সোমবার (২০ মে) সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।