সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

আটক মার্কিন সেনাকে ফেরত দিতে উত্তর কোরিয়ার প্রতি অনুরোধ যুক্তরাষ্ট্রের

শুক্রবার, জুলাই ২১, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: আটক মার্কিন সেনা ট্রাভিস কিংকে ফিরিয়ে দেয়ার জন্য উত্তর কোরিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই সেনা তার কমান্ডারের অনুমতি ছাড়াই উত্তর কোরিয়ার সাথে লাগোয়া দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের এ কথা বলেন। খবর তাসের।

ম্যাথু মিলার বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার (ডিপিআরকে) কাছে বার্তা পাঠিয়েছি যে, ট্রাভিস কিং তার নিজের ইচ্ছাই ওই সীমান্ত অতিক্রম করেছে ও আমরা তাকে নিরাপদে ফিরিয়ে আনতে চাই।’

তিনি আরো বলেন, ‘মার্কিন ওই সেনার স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে আরো তথ্য জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার (১৮ জুলাই) নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের ওই সেনা অনুমতি ছাড়াই দুই কোরিয়াকে বিভক্তকারী সীমা রেখা অতিক্রম করায় উত্তর কোরিয়া তাকে আটক করে নিরাপত্তা হেফাজতে রেখেছে।