বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

আটলান্টিক সিটির কাউন্সিলম্যান পদে লড়ছেন বাংলাদেশি মামুন

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে লড়ছেন বাংলাদেশি আমেরিকান মোমিনুল হক মামুন। তিনি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৫ নভেম্বর হতে যাওয়া নির্বাচনে বাংলাদেশি কমিউনিটিসহ স্থানীয়রা তার পক্ষে ভোট চাইছেন। সবাই মনে করছেন, মামুন নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ভাগ্যোন্নয়নে অবদান রাখবেন।

নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা সদরের সন্তান মোমিনুল হক মামুন। ব্যাপক প্রচারণা চলছে। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্ববান জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, বর্তমানে মোমিনুল হক মামুন পঞ্চম ওয়ার্ডের অন্তর্বর্তী কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করছেন।