শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউ জার্সি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর বিকfলে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনা করেন কিম ওয়ালেস। সভায় পর্ষদের সহ-সভাপতি ওয়ালটার জনসন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস, ফরহাদ সিদ্দিক, জেফ ডরসি উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট লা কোয়েটা স্মল তার প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। এছাড়া আটলান্টিক সিটি হাই স্কুলের ছাত্র প্রতিনিধিরা পর্ষদ সভায় অংশ নেন।

পর্ষদের সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নিউ জার্সি রাজ্যের পক্ষে তদারককারী কেরল মরিস, বোর্ড অব এডুকেশনেনর সলিসিটর, ব্যবসায় প্রশাসকরা উপস্থিত ছিলেন।