শুক্রবার, ২৩ মে ২০২৫

শিরোনাম

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের ফান্ড রাইজিং অনুষ্ঠান

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

প্রিন্ট করুন

নিউ জার্সি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১০ জুন অনুষ্ঠিতব‍্য প্রাইমারি নির্বাচন উপলক্ষে মেয়র মার্টি স্মলের উদ্যোগে ফান্ড রাইজিং অনুষ্ঠান হয়েছে।

স্হানীয় একটি ভেন্যুতে সোমবার (১৯ মে) বিকেলে এ অনুষ্ঠানের আায়োজন করা হয়।

অনুষ্ঠানে আসন্ন প্রাইমারি নির্বাচন নিয়ে বক্তব্য দেন মেয়র মার্টি স্মল, কাউন্সিল এট লার্জ প্রার্থী স্টিফেনি মার্শাল, প‍্যটিসিয়া বেইলি, সোহেল আহমেদ, কলিন্স এ ডেইস।

তাঁরা আগামী ১০ জুন অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য আহ্বান জানান। তাঁরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন ।

অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাউথ জার্সির (বিএএসজ) সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।