চট্টগ্রাম: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে চলমান অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ডবলমুরিং থানা যুবদল নেতা ইউনুছ হাওলাদারকে নগরীর নাজিরপুল থেকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল।
শনিবার (৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘বিএনপিকে নেতৃত্ব শূন্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন দমন করতেই সরকার গোটা দেশে বেআইনিভাবে জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের গণদাবি উপেক্ষা করে সরকার হামলা-মামলা ও গ্রেফতার-নির্যাতনের পথ বেঁছে নিয়েছে। বিনা গ্রেফতারি পরোয়ানায় নেতাকর্মীদের গ্রেফতারের উদ্দেশ্যে বাসাবাড়িতে যখন-তখন হানা দিয়ে পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করছে।’
দ্রুত গণগ্রেফতার, গায়েবি মামলা, জুলুম-নির্যাতন বন্ধ করা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের গ্রেফতার হওয়া সব নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জোর দাবি জানানো হয় বিবৃতিতে।